জেলফেরত এক যুবককে গুলি করে খুন (Shot Dead)। ঘটনাটি হাওড়ার ডোমজুড়ের (Domjur, Howrah) মাকড়দহে। রবিবার সকালে তাপস গলুই নামে এই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের মাকড়দহের বাসিন্দা তাপস। বয়স ৪৫। রবিবার সকাল সাড়ে নটা নাগাদ স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ির কাছেই তাঁকে ঘিরে ধরে ২ দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, মোট পাঁচটি গুলি করা হয় তাঁকে। মাথা ও শরীরের অন্যত্র গুলি লাগে তাঁর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: রেকর্ড ছুঁল মুরগির মাংসের দাম, সবজি বাজারেও আগুন
তাপসের বিরুদ্ধেও খুন, তোলাবাজি সহ একাধিক ধারায় অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বেশ কিছুদিন হাওড়া সংশোধানাগারেও ছিলেন তিনি। সম্প্রতি জামিন পান তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়েছে। এর আগেও তাঁর বাড়িতে ঢুকে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা।