আরজি কর হাসপাতালে এবার বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকালে হাসপাতালের মধ্যে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে তৈরি হয় রহস্য। খবর যায় বোম স্কোয়াডের কাছে। হাসপাতাল চত্বরে এসেছেন বোম স্কোয়াডের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে জায়গায় বসে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন, ঠিক সেই জায়গায় ব্যাগ দেখা যায়।
এদিন সকাল ১০টা নাগাদ ওই জায়গায় ব্যাগটা দেখতে পান হাসপাতালের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশ এবং হাসপাতালের দায়িত্বে থাকা সিআইএসএফের কাছে। হাসপাতালের আউটপোস্ট ও টালা থানার পুলিশ মেডিক্যাল কলেজ চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ওই ব্যাগটি ওখানে এল, কে ব্যাগ ফেলে রেখে গেল, তা বোঝার চেষ্টা করছে পুলিশ।
গত ১৪ অগস্ট অর্থাৎ চিকিৎসকের দেহ উদ্ধারের কয়েকদিন পর আচমকা দুষ্কৃতী তাণ্ডব চলেছিল আরজি করে। মধ্যরাতে একদল দুষ্কৃতী ভিতরে প্রবেশ করে, যারা, এমার্জেন্সি ওয়ার্ডে ভাঙচুর চালায়। সেই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন ওঠে।