পিছিয়ে গেল ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার দিন। চলতি বছরের ১০ ডিসেম্বরের বদলে ২৪ ডিসেম্বর ওই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। দুপুর ১২টা থেকে ওই পরীক্ষা শুরু হবে। কী কারণে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হল সেবিষয়ে জানা যায়নি। তবে সূত্রের খবর, পর্ষদের বেশ কিছু নীতিগত কারণে নয়া দিন ঘোষণা করা হয়েছে।
পর্ষদ সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্বে রয়েছেন গৌতম পাল। দায়িত্ব নেওয়ার পরেই তিনি জানান, প্রতিবছর নিয়ম করে TET নেওয়া হবে। ২০২২ সালের পর ২০২৩ সালে টেট পরীক্ষার দিনও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সোমবার সেই দিন পরিবরর্তনের ঘোষণা করা হয়।
সূত্রের খবর প্রস্তুতির একাধিক কাজ বকেয়া আছে। যেগুলি শেষ না করে টেট নেওয়া যাবে না। যা সম্পূর্ণ নীতির বিরোধিতা। সেকারণে নয়া দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।