রবিবার অর্থাৎ ২৪ ডিসেম্বর প্রাথমিক টেট। ইতিমধ্যেই অতিরিক্ত বাস-মেট্রো পরিষেবার কথা ঘোষণা করা হয়ে গিয়েছে। কিন্তু একদিকে ক্রিসমাস ইভ আর অন্যদিকে গীতা পাঠ রয়েছে শহরে। এই তিন পর্ব একসঙ্গে হওয়ার কারণে টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ কন্ট্রোলরুম চালু করল রাজ্য সরকার।
যানজটে আটকে গিয়ে কোনও পরীক্ষার্থী যাতে পরীক্ষার জন্য দেরি না হয়ে যান। কিংবা কোনও সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতেই এই বিশেষ কন্ট্রোলরুম। কন্ট্রোল রুমের তরফে দুটি নাম্বার দেওয়া হয়েছে।
আরও পড়ুন - জ্বর, সর্দিতে ভুগছেন ? কীভাবে বুঝবেন কোভিডের নয়া ভ্যারিয়ান্ট JN-1-এ আক্রান্ত কিনা ?
নম্বর দুটি হল 03324751621 এবং 18003455192। দুটি নম্বর সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে। পরীক্ষার্থীরা এই নম্বরে ফোন করলে সেখান থেকে তাদের যথাসাধ্য সাহায্য করার হবে।