নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তাপস মণ্ডল (Tapas Mondal)। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপসকে রবিবার দুপুরে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)।
রবিবার তাঁকে জেরা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। এদিন দুপুর নাগাদ সিবিআই তাপসকে জেরা করার জন্য ডেকে পাঠায়। ঘন্টা তিনেক জেরা করা হয় মানিক ঘনিষ্ঠ তাপসকে।
আরও পড়ুন - প্রাপ্য ডিএ-এর দাবিতে বিধানসভা অভিযান, সরকারি কর্মচারীদের মিছিল আটকাল পুলিশ
এরপর বিকাল ৫ টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রবিবার তাঁকে মেডিক্যাল চেকআপের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার শুধু তাপস নয়, নিয়োগ মামলার আর এক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকেও গ্রেফতার করেছে সিবিআই।
এর আগে নিয়োগ দুর্নীতি মামলা তাপস মণ্ডলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি এবং সিবিআই। এমনকি তাপসের দেওয়া বয়ানের ভিত্তিতেই এর আগে গ্রেফতার করা হয়েছে শাসক দল তৃণমূলের হুগলির যুবনেতা কুন্তল ঘোষকে।