ঠিক হয়ে গেল টেটের দিন। রাজ্যে আট বছর পর টেট নেওয়া হবে ১১ ডিসেম্বর। সোমবার একথা জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। পুজোর আগেই জারি করা হবে বিজ্ঞপ্তি। ১১ হাজার শূন্য়পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে। এরআগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে টেট হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। সেই ইঙ্গিতের কয়েক ঘণ্টার মধ্যেই টেটে দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এর আগে গত শুক্রবার ডিসেম্বরে টেট হওয়া কথা উল্লেখ করা হয়েছিল। প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, ডিসেম্বরে হবে টেট। তবে দিন ঠিক করার দায়িত্ব ছিল রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে। এদিন এক অনুষ্ঠানে হাজির থেকে ব্রাত্য জানিয়েছিলেন, পরীক্ষা হতে পারে দ্বিতীয় সপ্তাহে। বিকেলে তাতেই সিলমোহর দেওয়া হল।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি দাবি করেছিলেন, স্বচ্ছভাবেই পরীক্ষা নেওয়া হবে। এবং নিয়োগের ক্ষেত্রে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না। সেপ্টেম্বরের মধ্যে টেট পরীক্ষা নিতে হবে। কিন্তু ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশ পালন করতে পারছে না, এই মর্মে শীর্ষ আদালতকে জানিয়ে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠকে।