ডিসেম্বরে টেটের আয়োজন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কয়েকদিন পরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি হলে কি টেটের ফল প্রকাশে তার উপর প্রভাব পড়বে! পর্ষদ সূত্রে যদিও দাবি, অনেক আগেই পরীক্ষা নেওয়া হয়েছে। তাই ফল প্রকাশে তাঁদের কোনও অসুবিধা নেই।
এবার প্রাথমিকে টেট দিয়েছেন প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, চূড়ান্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া চলছে। মার্চের শেষের দিকেই ফল প্রকাশিত হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও, টেটের ফলপ্রকাশে কোনও বাধা নেই। উল্লেখ্য, গতবছর ফেব্রুয়ারির শেষদিকে টেটের ফল প্রকাশ করে পর্ষদ।
আরও পড়ুন: মাথার উপর একাধিক শর্ত, ১০ তারিখ সন্দেশখালিতে শুভেন্দুকে সভার অনুমতি