হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছিল। হাইকোর্টের সেই রায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার চাকরিতে পুনর্বহালের দাবী জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ২৬৯ জন। তাঁদের দাবি, হাইকোর্ট চাকরি থেকে তাঁদের বরখাস্ত করলেও সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই নির্দেশের স্থগিতাদেশ দিয়েছে। তবুও তাঁদের চাকরিতে যোগ দিতে দিচ্ছে না রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে এই মামলার আগামী শুনানি ১৮ নভেম্বর।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন এই ২৬৯ জন। পরে হাইকোর্টের এই নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। প্রাথমিকের এই মামলায় ওই ২৬৯ জনকে যুক্ত করারও নির্দেশ দেয় শীর্ষ আদালত।
যদিও হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিলেও ওই ২৬৯ জনকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সুপ্রিম কোর্ট প্রমাণ করার নির্দেশ দেয় যে তাঁরা বৈধ উপায়ে চাকরি পেয়েছেন। স্থগিতাদেশ দেওয়ার পরেই এই ২৬৯ জন দাবি করেন তাঁদের পুনরায় নিয়োগ করার। কিন্তু রাজ্য সরকার কোনও ভাবেই তা করছে না।