কলকাতার অন্যতম জাগ্রত মন্দির ঠনঠনিয়া কালীবাড়ি(Thanthania Kalibari)। তাই দক্ষিণেশ্বর, কালীঘাটের মতোই কালীপুজোর সকাল থেকে প্রচুর মানুষ পুজো দিতে ভিড় জমান। থিমের জাঁকজমকের ভিড়ে আজও নিজ মহত্ম্যে দাঁড়িয়ে আছে এই কালীমন্দির। ভূত চতুর্দশীর বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে মা কালীর পুজোর প্রস্তুতি। সাজিয়ে তোলা হয়েছে মন্দির।
ইতিহাস ঘাটলে জানা যায়, এক সময় জঙ্গলে ঘেরা সুতানুটি গ্রামের পাশ দিয়ে বয়ে যেত ভাগীরথী। এই নদীর পাশেই এক শ্মশানে তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী ১৭০৩ সালে মাটির সিদ্ধেশ্বরী কালী মন্দির তৈরি করেছিলেন।
আরও পড়ুন - গা ছমছমে ডাকাত কালীর পুজোয় আছে নরবলির ইতিহাস
জঙ্গলের মধ্য থেকে শোনা যেত এই কালী মন্দিরের ঘন্টাধ্বনি। ঠনঠন-ঠনঠন। সেই থেকেই এলাকার নামকরণ হয়ে যায় ঠনঠনিয়া। এই ঠনঠনিয়াতেই রয়েছে এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি। যা বর্তমানে বিধান সরণি নামে পরিচিত।