রবিবার শেষ ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বইপ্রেমীদের মনে দশমীর বিষণ্ণতা। এতদিন সল্টলেকের করুণাময়ী চত্বর গমগম করছিল। ফের আরও একবছরের অপেক্ষা।
এতদিন জাতি, ধর্ম, ভাবনা, মতাদর্শ নির্বিশেষে মানুষ ভিড় জমিয়েছিলেন বইমেলা প্রাঙ্গণে। রবিবার সন্ধের পর থেকে ফের খাঁ খাঁ করবে সেন্ট্রাল পার্ক চত্বর। উইশলিস্টে তুলে রাখা বই ছুঁয়ে দেখার দীর্ঘ প্রতীক্ষা। বইমেলা মানেই বন্ধুদের সঙ্গে আচমকা দেখা, ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক, রাজনীতি নিয়ে আড্ডা বা গলা ছেড়ে গান। ফোনের গ্যালারিতে থেকে যাবে প্রিয় লেখকের সঙ্গে তুলে রাখা ছবি। বইপ্রেমীদের আরও অপেক্ষার আরও এক বছর।