একটা পরীক্ষা। তাকে কেন্দ্র করে যাবতীয় আলোচনা। আগেই ঠিক হয়ে গিয়েছে এই বছর প্রাথমিকে টেট হবে ১১ ডিসেম্বর। বুধবার ওই পরীক্ষার জন্য ন দফা নির্দেশিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক নজরে সেই নির্দেশিকা।
পর্ষদের তরফে জানানো হয়েছে, টেটে বসতে হলে আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর। অনলাইনেও আবেদনের শেষ তারিখ ওই দিন ধার্য করা হয়েছে। পরীক্ষা শুরু হবে বেলা ১২টায়। শেষ হবে দুপুর আড়াইটের সময়।
ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অ্য়াডমিড কার্ড আনতে হবে। রোল নম্বর মিলিয়ে বসতে হবে নির্দিষ্ট জায়গা, ইচ্ছাকৃত ভাবে অন্য জায়গায় বসলেই কড়া ব্যবস্থা। পরীক্ষা শুরুর কমপক্ষে দু ঘণ্টা আগে উপস্থিত হতে হবে। একবার পরীক্ষা শুরু হলে আর হলে ঢুকতে দেওয়া হবে না। আনা যাবে না ছাপানো কাগজ, পেন্সিল বক্স, প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর, স্কেল, নোট প্য়াড, পেন ড্রাইভ, ইরেজার, ইলেকট্রনিক্স পেন, স্ক্যানার এবং কার্ড বোর্ড। রাখা যাবে না মোবাইল ফোন, ব্লু টুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার ও হেলথ ব্যান্ড। নিষেধাজ্ঞা থাকছে ক্যামেরা, সানগ্লাস, হাতের ব্যাগ ও সোনার গয়নার উপরে। পরীক্ষা নিয়ামকের অনুমতি ছাড়া হল ছাড়া যাবে না। পরীক্ষা শেষ হলেও তাঁর অনুমতি নিয়েই হল ছাড়তে হবে। হলের মধ্যে সিগারেট, বিড়ি ও কোনও তামাকজাত জিনিষ খাওয়া যাবে না। আনা যাবে না চা, কফি ও ঠান্ডা পানীয়।
পর্ষদ জানিয়েছে, ১৫০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। বাংলা ও ইংরেজিতে পরীক্ষা নেওয়া হবে। থাকছে না কোনও নেগেটিভ মার্কিং। বাড়তি নজরদারিতে থাকবেন সেন্টার ইনচার্জ। এছাড়া মডেল প্রশ্ন পত্র পর্ষদের ওয়েবসাইটে মিলবে।