দমদম এলাকার এক বাগান বাড়ি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম কল্যাণ ভট্টাচার্য। তাঁর বয়স আনুমানিক ৭২ বছর।
বুধবার রাতে বাড়ি থেকে ওই ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করা হয়। কবে বা কখন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল।
সল্টলেকে কল্যাণ ভট্টাচার্যের বেশ কয়েকজন আত্মীয় থাকেন। তাঁকে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। ফোন না ধরায় তাঁদের সন্দেহ হয়।
এরপর নাগের বাজার এলাকা নয়াপট্টির এই বাগান বাড়িতে কল্যাণ ভট্টাচার্যের খোঁজ করতে আসেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির বাইরে থেকেই পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে।
তবে, বাইরের দরজা কেন তালাবন্ধ ছিল, তা নিয়ে খটকা পুলিশের মনে। কে বা কারা এই বাড়িতে শেষ এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা তালাবন্ধ করা হয়, তাও তদন্ত করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, পাড়ায় খুব বেশি মিশতেন না কল্যাণ ভট্টাচার্য। মাঝে মধ্যে তাঁকে বাড়ির বাইরে দেখা যেত। একটি কুকুর ও একটি গাড়ি ছিল। যা মিশিং বলেই জানা গিয়েছে।