স্কুল কর্তৃপক্ষের দাবি, ছ’তলায় সংস্কারের কাজ চলছিল। সেখান থেকেই ঝাঁপ দিয়েছে দশম শ্রেণির পড়ুয়া। কিন্তু স্কুলের দাবি উড়িয়ে দিচ্ছে কসবার রথতলার সিলভার পয়েন্ট হাই স্কুলের ওই পড়ুয়ার পরিবার। তাদের দাবি, পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে জানা গিয়েছে মৃত ওই ছাত্রকে শেষ বার ছ'তলার করিডোরে দেখা গিয়েছিল সোমবার দুপুরে। কিছু ক্ষণের মধ্যে স্কুলবাড়ির নীচে মেলে তার রক্তাক্ত দেহ।
Kasba School Student Death: কসবায় ছাত্রের রহস্য মৃত্যু, শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ
মৃতের বাবা সিলভার পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে কসবা থানায় ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০২ এবং ধারা ১২০বি অনুযায়ী খুনের মামলা রুজু করেছেন।
প্রথম থেকেই মৃতের বাবার দাবি, তাঁর ছেলেকে মারধর করেছেন স্কুলের শিক্ষকেরা।