যে এলাকায় মানুষ শান্তিপূর্ণ ভাবে উৎসব পালন করতে পারে না, সেখানে এখন নির্বাচনের কোনও প্রয়োজন নেই। সম্প্রতি মুর্শিদাবাদে রামনবমীর ঘটনা নিয়ে মঙ্গলবার এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের। মঙ্গলবার এই মামলার শুনানি তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে বহরমপুরের ভোট পিছিয়ে দিতে বলবেন। আগামী ১৩ মে রাজ্যের চতুর্থ দফায় ভোট হবে এই কেন্দ্রে।
রামনবমীর ঘটনা নিয়ে সম্প্রতি বহরমপুরে অশান্তির অভিযোগ ওঠে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানি ছিল এদিন। ইতিমধ্যেই এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন মামলাকারীরা। এদিনের শুনানিতে অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে আদালত।
এই ঘটনায় কারা প্ররোচনা দিল, তা জানা খুব জরুরি। মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। এই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে আদালত। রামনবমীর দিন কী ঘটেছিল, তা রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে হবে রাজ্যকে, মন্তব্য করেন প্রধান বিচারপতি। আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।