তিনি দুঃখিত এবং লজ্জিত। কলকাতা হাই কোর্টে দুই বিচারপতির সংঘাত নিয়ে এই প্রথম মুখ খুললেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মঙ্গলবার এজলাস ছাড়ার আগে একথা জানান তিনি।
গত বুধবার কলকাতা হাই কোর্টে মেডিক্যালের ছাত্র ভর্তির এক মামলার রায়কে কেন্দ্র করে সংঘাত তৈরি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে। এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকে। যা কলকাতা হাই কোর্টের ইতিহাসে নজিরবিহীন বলেই দাবি করা হয়েছে।
এই মামলায় আপাতত সব শুনানি হবে সুপ্রিম কোর্টে। সোমবার এই নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালত। সেই ঘটনার প্রেক্ষিতেই এদিন মুখ খুললেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি।