সন্দেশখালিতে নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখকে নিয়ে এবার মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মঙ্গলবার সন্দেশখালি নিয়ে এক স্বতঃপ্রণোদিত মামলায় রাজ্য পুলিশ ওই নেতা রক্ষা করছে বলেও সন্দেহ প্রকাশ করেন। তিনি জানান, হয় রাজ্য পুলিশ ওই নেতাকে রক্ষা করছে, না হলে তিনি পুলিশের আওতার বাইরে চলে গিয়েছেন।
প্রাথমিক পর্যবেক্ষণ প্রধান বিচারপতি জানিয়েছেন, ‘‘মানুষের কৃষি জমি কেড়ে নেওয়া হচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ওই ব্যক্তি পুরো ঘটনার মাষ্টারমাইন্ড। আর এখনও তিনি পলাতক।’’একইসঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন, নিখোঁজ শাহজাহানকে তাঁরা এই মামলায় ইডি, সিবিআই, পুলিশে সামনে কলকাতা হাই কোর্টে এসে আত্মসমর্পণ করতেও বলতে পারেন।
মঙ্গলবার সন্দেশখালি নিয়ে হাই কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে শাহজাহানকে হাই কোর্টে তলব করার কথাও বলেছে কলকাতা হাই কোর্ট। সন্দেশখালির ঘটনা নিয়ে এক সপ্তাহ আগেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায়। তবে মঙ্গলবার সেই মামলা তিনি পাঠিয়ে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।