রাজ্যে সাম্প্রতিক অশান্তির ঘটনায় ফের বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, বাইরে থেকে লোক এনে রাজ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করেছিল বিজেপি। এদিন তিনি বলেন, “একমাস আগে পার্টি অফিসে বসে প্ল্যান করেছে। মুঙ্গের থেকে এনেছে বন্দুক বাহিনী।” একইসঙ্গে তিনি জানান, পুলিশের ইতিবাচক ভূমিকার জন্য পরিস্থিতি আয়ত্তে আনা গিয়েছে। প্রশ্ন তুললেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যৌক্তিকতা নিয়ে।
সোমবার নবান্নে এক অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে রাজ্যের সাম্প্রতিক অশান্তির ঘটনায় উষ্মা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “আমি বারবার বলেছিলাম অশান্তি থেকে বিরত থাকতে।” এরপরই তাঁর অভিযোগ, “ধর্মীয় মিটিংয়ে অস্ত্র কেন? বুলডোজার, ট্রাক্টরের কী দরকার ছিল মিটিংয়ে? কিছু মানুষ উন্মত্তের মতো নৃত্য করল, হাতে বন্দুক। সবাইকে মুঙ্গের থেকে নিয়ে আসা নিয়ে হয়েছে অশান্তি করার জন্য। বাংলার মানুষ অশান্তি পছন্দ করে না।”
এদিন পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুলিশের তৎপরতায় অশান্তি দ্রুত আয়ত্তে আনা সম্ভব হয়েছে। তাঁর অভিযোগ, শান্ত জায়গাকে অশান্ত করতেই রাজ্যে ফ্যাক্ট ফাইডিং দল পাঠানো হয়েছে।