পঞ্চায়েত ভোটের আগে আজ, বুধবার নবান্ন থেকে রাজ্যের জন্য ১০০-এর বেশি প্রকল্প চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য রাজ্যের খরচ হয়েছে ১১০০ কোটি টাকা। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্প গুলির মধ্যেই এমন বেশ কিছু বিষয় আছে, যা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন গ্রামের মানুষ। আছে পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু। যা নির্মাণে খরচ ৪৩ কোটি টাকা। এছাড়াও আছে রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সভাঘর থেকে এই এপ্রিল মাসের দুয়ারে সরকারে যাঁদের লক্ষ্মী ভান্ডারের আবেদন গৃহীত হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন মুখ্যমন্ত্রী। এদিনের পর্যালোচনা বৈঠকে সব দফতরের সচিব এবং আমলাদের হাজির থাকার কথা বলা হয়েছে। গত ১৯ এপ্রিলের মধ্যে রাজ্যের সব দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছিল।
মঙ্গলবার থেকে রাজ্যে ৬০ দিনের জন্য জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের মানুষের তৃণমূল সম্পর্কে মনোভাব জানতে এই কর্মসূচি বলেই দাবি, রাজনৈতিক মহলের।