আসানসোল কাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরে রাজ্যকে অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। গত বুধবার আসানসোলে শুভেন্দুর সভায় পদপিষ্টের ঘটনায় তিন জনের মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতারও করা হয়েছে। এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হলে যথাযথ বেঞ্চে যেতে হবে।
এর আগে, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ হয়ে গিয়েছিল। এরপর কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। উল্লেখ্য, কয়েক দিন আগেই শুভেন্দুর বিরুদ্ধে ২৬টি এফআইআর-এর উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থারের নির্দেশ ছিল, ভবিষ্যতে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে হলে আদালতের অনুমতি নিতে হবে।
এদিন শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন, আসানসোলের ঘটনায় রাজ্য কোনও প্রাথমিক তদন্ত করেছে কীনা। ময়নাতদন্ত শেষ হয়েছে কীনা। কারণ, বাকি ঘটনাগুলিকে বাদ দিলে আসানসোলের ঘটনা সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনায় এফআইআর জরুরি। একইসঙ্গে বিচারপতি সেনগুপ্তের প্রশ্ন, এই একই মামলা প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন, তা-হলে এই বেঞ্চের করণীয় কী ? যদিও রাজ্য এই প্রশ্নের উত্তর দিতে পারেনি বলেই খবর।