আদালতে জয় হাসিন জাহানের। দীর্ঘ পাঁচ বছর পর এই লড়াইয়ে জয়ী হলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী। সোমবার এক নির্দেশে আলিপুর আদালত জানিয়েছেন, প্রাক্তন স্ত্রীকে মাসে এক লক্ষ ৩০ হাজার টাকা খোরপোশ হিসাবে দিতে হবে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে। ২০১৮ সালে এই মামলায় আদালতে খোরপোশ বাবদ ৭ লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন জাহান। এছাড়াও মেয়ের লেখাপড়া জন্য অতিরিক্ত ৩ লক্ষ টাকার দাবি করেছিলেন। সেই দাবি অবশ্য সেই সময় খারিজ করে দিয়েছিল আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে লড়াই চালিয়ে যান হাসিন।
আদালতের নির্দেশে এবার থেকে প্রতিমাসে ৫০ হাজার টাকা খোরপোশ এবং মেয়ের লেখাপড়ার জন্য ৮০ হাজার টাকা করে দেবেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। আদালতে হাসিনের আইনজীবী দাবি করেন, বছরে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির আয় প্রায় ৭ কোটি ১৯ লক্ষ টাকা। মডেল হিসেবে হাসিনের আয় প্রায় ১০ লক্ষ টাকা। তারপরেও জীবনযাপনের মান ধরে রাখতে ও মেয়ের পিছনে খরচের জন্য শামির মোটা অঙ্কের খোরপোশ দেওয়া উচিত। সেই মামলাতেই এদিন আদালত প্রতি মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিল। আদালতের এহেন সিদ্ধান্ত সাময়িক স্বস্তি পেলেও পুরোপুরি সন্তুষ্ট নন হাসিন।
উল্লেখ্য ২০১৮ সালে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন হাসিন জাহান। তাঁর অভিযোগ ছিল, অন্য নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন শামি। এমনকী ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করা হয় ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে।