দক্ষিণ ২৪ পরগনার স্কুলের হামলার ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে গ্রেফতারের নির্দেশ। সোমবার এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ সোমবার রাতের মধ্যেই প্রধান শিক্ষককে গ্রেফতার করতে হবে। এমনকী, প্রধান শিক্ষক স্কুলে পর্যন্ত ঢুকতে পারবেন না বলেও নির্দেশ আদালতের। এই পরিস্থিতিতে শনিবারের ঘটনার পর সোমবার বসেছিল স্কুল। জানা গিয়েছে, এদিন অনেকেই আতঙ্কের জন্য স্কুলে আসেনি। স্কুল সূত্রে জানা গিয়েছে, সব ক্লাস মিলিয়ে পড়ুয়া সংখ্যা ছিল মাত্র ৭০। যেখানে এই স্কুলে পড়ুয়া সংখ্যা প্রায় ৭০০।
বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছিল এক শিক্ষকের বিরুদ্ধে। তার মধ্যেই গত শনিবার শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলার অভিযোগ ওঠে। আক্রান্তরা অভিযোগ করেন, প্রধান শিক্ষকের মদতেই তাঁদের উপর হামলা হয়। মামলা হয় হাই কোর্টে। সেই শুনানিতে এদিন হাজির ছিলেন নরেন্দ্রপুর থানার আইসি। তাঁকেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।
গত শনিবারের ঘটনায় ইতিমধ্যেই দু জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। যদিও তাঁরা দাবি করেছিলেন, এই ঘটনায় তাঁদের ফাঁসানো হয়েছে। কারণ, ঘটনার দিন তাঁরা ওই স্কুলে ছিলেন না।