খাস কলকাতায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে ধৃতদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। বউবাজারের এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ১৪ জনকে এদিন আদালতে পেশ করা হয়েছিল। আদালত ধৃতদের ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। উদয়ন হস্টেলে ঘটনায় শুক্রবার মারা গিয়েছেন এক যুবক। নিহত যুবকের নাম ইরশাদ আলম। মোবাইল চুরির অভিযোগে তাঁকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ।
এদিন ধৃতদের আদালতে পেশ করা হলে, তাদের আইনজীবী দাবি করেন, তাদের মূল অভিযুক্ত কে তা এখনও ঠিক করতে পারেনি পুলিশ। ফলে এই ১৪ জনকে শুধু সন্দেহের বসে গ্রেফতার করা হয়েছে। সরকারি আইনজীবী পাল্টা দাবি করেন, যাঁরা এই ঘটনায় গ্রেফতার, তাঁরা সবাই শিক্ষিত এবং শুভবুদ্ধি সম্পন্ন। দেশ গঠনের কাজ না করে একটা ঘৃণ্য অপরাধ করেছেন।
বউবাজারের ঘটনায় ধৃতরা হলেন ঝাড়গ্রামের উমুল হাঁসদা, বাঁকুড়ার পবিত্র মুর্মু, মুর্শিদাবাদের সুবীর টুডু, ঝাড়গ্রামের হিমাংশু মাণ্ডি, জলপাইগুড়ির মনোজ সরকার, নদিয়ার প্রদীপ দাস, মালদহের কার্তিক মণ্ডল, রাজেশ কর্মকার, দক্ষিণ দিনাজপুরের রানা হেমব্রম, পশ্চিম মেদিনীপুরের শুভঙ্কর মাণ্ডি, হুগলির প্রিয়ম মণ্ডল, নদিয়ার ঋতম হালদার, কোচবিহারের শঙ্কর বর্মন এবং দক্ষিণ ২৪ পরগনার দূত কুমার মণ্ডল।