বেলা পৌনে চারটে। হঠাৎ করেই খবর ভেসে উঠল। প্রয়াত উস্তাদ রশিদ খান। তখন থেকেই মন আনচান করছিল নাকতলার। কখন আসবে তাঁদের পড়শি। একবার শেষ দেখা দেখতে চান তাঁরা। শীতের সন্ধ্যা ঝুপ করে নেমে গেল। অপেক্ষা দীর্ঘ হল। রাত সাতটা পেরিয়ে পাড়ায় ফিরলেন রশিদ।
বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রবীন্দ্র সদনে সকাল থেকে শায়িত থাকবে প্রয়াত গায়কের দেহ। তাঁর গুণমুগ্ধরা আসবেন শেষ শ্রদ্ধা জানাতে। তার আগে পাড়ার ছেলে রশিদ খানকে শেষ শ্রদ্ধা জানাল নাকতলা। জানা গিয়েছে, পিস ওয়ার্ল্ড নয়, রাতে বাড়িতে থাকবে শিল্পীর দেহ।
তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার শিল্পমহল। পন্ডিত অজয় চক্রবর্তী থেকে তেজেন্দ্র নারায়ণ, সবাই বাক্যহার। তাঁর সঙ্গে একবার দেখা করার ইচ্ছা ছিল। কিন্তু সেই দেখা হল না বলেই আক্ষেপ বাবুল সুপ্রিয়র।