'বেশ করেছি প্রেম করেছি করবই তো', গত কয়েকদিন ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি এমনটাই। কিন্তু অভিযোগ প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসিটিভিতে চলছিল নজরদারি, প্রেম করে 'ধরা' পড়লেই বাড়িতে যাচ্ছিল চিঠি। এর জেরে ভালবাসার পক্ষে আন্দোলনে নামেন প্রেসির পড়ুয়ারা৷ পড়ুয়াদের চাপের মুখেই পিছু হঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমনটাই দাবি এসএফআইয়ের।
Bengal Panchayat Election: মাত্র ১০ দিনের বিশ্রাম, নির্বাচনের প্রচারে ফের জেলায় জেলায় অভিষেক
সোমবার সন্ধ্যায় লিখিত দিয়ে বিশ্ববিদ্যালয় ককর্তৃপক্ষ জানায়, নতুন আচরণবিধি চালু হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে। থাকছে পুরনো নিয়ম বহাল। তবে পড়ুয়াদের একাংশের দাবি, কর্তৃপক্ষের এই বিবৃতিতে স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না। তবে খসড়া কোড অফ কনডাক্ট বলবৎ করা হচ্ছে না, একথা পড়ুয়াদের জানিয়ে দেন প্রেসিডেন্সির ডিন অব স্টুডেন্টস অরুণকুমার মাইতি। তবে একে আন্দোলনের জয় বলেই মনে করছেন পড়ুয়াদের একাংশ। এদিন ডিনকে গোলাপ দেন প্রেসির পড়ুয়ারা।