বিধায়ক লাভলি মৈত্রের নামে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) । ঘটনার সূত্রপাত সোনারপুর দক্ষিণের বিধায়ককে ঘিরে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে তৃণমূলের একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে লাভলি বলেছিলেন, ‘‘বদল তো ২০১১-য় হয়েছিল। ২০২৪-এ বদলা হবে।’’ শুধু তাই নয়, তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ আঙ্গুল তুললে, সেই আঙুল কিভাবে নামাতে হয় তা তাঁদের জানা রয়েছে ভালভাবেই।
তাঁর এই বিতর্কিত মন্তব্যের পরেই ফুঁসে উঠেছিলেন অনেকেই। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে লাভলি এ-ও দাবি করেন যে, বদলা নেওয়া হয়নি বলেই নাকি তাঁরা এখনও ঘুরে বেড়াচ্ছেন। এর পরেই লাভলির নামে অভিযোগ দায়ের করেন সায়ন।
হুমকির অভিযোগ এনে এরপর লাভলির বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া হয়। বুধবার সেই মামলার শুনানিতে হাই কোর্ট আবেদনকারীকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।