দালাল চক্রকে কাজে লাগিয়ে রাজ্যে প্রাথমিক শিক্ষায় চাকরি বিক্রি করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। শুক্রবার নিজের রায়ে এই পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার তাঁর এই রায়ে রাজ্যের ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
নিয়োগ দুর্নীতি মামলায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, যারা চাকরি পেয়েছেন, তাঁরা প্রশিক্ষিত নন। এই নির্দেশের পরই ৩৬ হাজার শূন্যপদও তৈরি হয়েছে। কারা এখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করা যাবে।
আদালত জানিয়েছে,তিন মাসের মধ্যে এই শূন্যস্থানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আদালত পাশাপাশি জানিয়েছে, ২০১৪ সালের টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে নতুন প্রক্রিয়ায় সবাইকে প্রশিক্ষিত হতে হবে। তবেই এই শূন্যপদে আবেদন করা যাবে।