সংশয় দূর হল আদালতে। বুধবার স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে কমিশনের দাবি, এখনও ৬১৮ জন শিক্ষকের চাকরি বহালই আছে। এদিন আদালতে এসএসসির দাবি, এই ব্যাপারে তাদের পরবর্তী পদক্ষেপ আগামী কয়েকদিনের মধ্যে ঠিক করা হবে। উত্তরপত্রে কারচুপির অভিযোগে গত কয়েকদিন আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছিলেন রাজ্যের ৮০৫ জন শিক্ষক-শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এমনকী এই ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনকেই তাদের ক্ষমতা ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি বসুর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে পাল্টা মামলা করেছেন অভিযুক্ত শিক্ষকরা ।
দিন কয়েক আগেই বিচারপতি বসুর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন ওই ৬১৮ জন। তাঁদের অভিযোগ ছিল, যে বিষয়ের উপর স্থগিতাদেশ রয়েছে, সেখানে কী ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। সেই প্রশ্নেরই এদিন আদালতে জবাব দিল স্কুল সার্ভিস কমিশন।