রাজ্যের চারটি উপ-নির্বাচনের ময়দানেও অটুট রইল বাম-কংগ্রেস জোট। আর এই জোটকে বজায় রেখে মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় নিজেদের প্রার্থী ঘোষণা করল বামেরা। রায়গঞ্জ ছেড়ে দেওয়া হল কংগ্রেসকে। শুক্রবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, মানিকতলায় প্রার্থী হচ্ছেন রাজীব মজুমদার। রানাঘাট দক্ষিণে প্রার্থী তরুণ মুখ অরিন্দম বিশ্বাস এবং বাগদায় প্রার্থী করা হয়েছে বাম শরিক ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাসকে।
রাজ্যে সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। এই মাসের চার তারিখ ফল ঘোষণা হয়েছে। তার এক মাসের মধ্যেই রাজ্যে ফের আরও একটা উপ-নির্বাচন। এদিন সকালেই চার কেন্দ্রে প্রার্থী নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের তালিকায় চমক বাগদা কেন্দ্রে মধুপর্ণা ঠাকুর। ঘোষণা মতোই মানিকতলায় প্রার্থী হয়েছেন সুপ্তি পান্ডে।
একই দিনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল ও বাম। রাজনৈতিক মহল অপেক্ষায় রয়েছে কংগ্রেস ও বিজেপির প্রার্থী তালিকার দিকে। রায়গঞ্জে এবার কংগ্রেস কাকে প্রার্থী করবে সেটাও এখন দেখার বিষয়।