আগামী বুধবার কলকাতা মেট্রো রেলের নয়া দৌড়। সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনই শহরের তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন। তারমধ্যে একটি হচ্ছে গঙ্গার নীচ দিয়ে মেট্রো প্রকল্প। রেল জানিয়েছে, তাতেও সওয়ারি হবেন নরেন্দ্র মোদী। বারাসতে জনসভার পর এই প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
মেট্রো জানিয়েছে, ওই দিনেই কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে উদ্বোধন হবে মাঝেরহাট থেকে তারতলা পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ। তবে এই সবকে ছাপিয়ে সবার নজর গঙ্গার নীচ দিয়ে মেট্রো ছোটার দিকে।
হুগলি নদীর নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ১৬.৫ কিলোমিটারের এই পথের ১০.৮ কিলোমিটার থাকছে মাটির তলায়। কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে। কিছুদিন আগেই তা শেষ হয়েছে। হয়েছে চূড়ান্ত ট্রায়াল রান।