টেট। এই ছোট্ট শব্দে এখন উত্তাল রাজ্য-রাজনীতি। রোজই রাজপথে চলছে বিক্ষোভ-অবস্থান। নিত্যদিন শাসক-বিরোধী তরজা চলছে। আদালত, নাগরিক সমাজ সব জায়গাতেই আলোচনা শুধুমাত্র টেট নিয়েই। এ সবের মধ্যেই ২০১৪ সালের প্রাথমিকের টেটের ফল প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তালিকা সামনে আসতে, আবার শুধু হয়েছে আলোচনা। কারণ, ওই তালিকায় রয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও সুজন চক্রবর্তীদের নাম।
প্রশ্ন হচ্ছে এই নাম কোথা থেকে এল ? পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই সবই পরীক্ষার্থীদের নাম। রাজনীতিকদের সঙ্গে মিল আছে শুধু। গত ১১ নভেম্বর প্রকাশিত হয়েছে ২০১৪ সালের টেটের ফল। প্রায় ১ লক্ষ ২৫ হাজার চাকরি প্রার্থীর নাম রয়েছে ওই তালিকায়। সেখান থেকে একবার মিলেছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম। দু বার পাওয়া গিয়েছে সুকান্ত মজুমদারকে। পর্ষদ সূত্র দাবি করা হয়েছে, এটা কাকতালীয় ছাড়া আর কিছু নয়।
কলকাতা হাইকোর্টের নির্দেশেই গত ১১ নভেম্বর ২০১৪ সালের টেটের ফল প্রকাশিত হয়। দেড় হাজার পাতার বেশি রিপোর্টে চাকরিপ্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছিল।