একুশে প্রস্তুতি শেষ। এবার তৃণমূল নেত্রীর বার্তা দেওয়ার পালা। বাংলার মসনদে তৃতীয়বার ক্ষমতায় আসার পর বৃহস্পতিবার প্রথমবার প্রকাশ্য়ে শহিদ দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মঙ্গলবারই ধর্মতলায় সভাস্থল ঘুরে দেখেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
জানা গিয়েছে, এবার ধর্মতলায় তৈরি শহিদ দিবসের মঞ্চের বহর আগের তুলনায় অনেকটাই বেশি। এবার মঞ্চে প্রায় পাঁচশো জনের বসার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবারের সভা ঘিরে ঢেলে সাজানো হয়েছে কলকাতার নিরাপত্তা। লালবাজার সূত্রে খবর, ধর্মতলা-সহ ওই চত্বরে মোতায়েন করা হবে প্রায় হাজার তিনেক পুলিশ। এছাড়াও রাখা হবে, হাই রেডিও ফ্লাইং স্কোয়াড, রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, মোবাইল পেট্রোলিং ভ্যান।
সম্প্রতি জেলা সফরে গিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোটের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। উত্তরবঙ্গে গিয়ে পঞ্চায়েত ভোটের দামামা কার্যত বাজিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবারের শহিদ দিবস। বৃহস্পতিবার তার আগে কী বার্তা দেন তৃণমূল নেত্রী, সে দিকেই তাকিয়ে এখন রাজনৈতিক মহল।