খাস কলকাতায় গণপ্রহারে মৃত্যু ব্যক্তির ঘটনায় উঠে এল নয়া তথ্য। বউবাজারে ইরশাদের মৃত্যুর ঘটনায় মোবাইলেই ভিডিও করা হয়েছিল। ঘটনায় গ্রেফতার ১৪ জনের বয়ানে এই তথ্য উঠে এসেছে বলে দাবি কলকাতা পুলিশের। যদিও উদয়ন হস্টেল থেকে সেই মোবাইল এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
তদন্তের ঘটনায় উঠে এসেছে, ঘটনার দিনে হাজির ছিলেন ওই হস্টেলের দুই প্রাক্তন। পুলিশের দাবি, তাদের বিভ্রান্ত করতে প্রথমে তাঁরা নিজেদের হস্টেলের কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তদন্তে পুলিশ জানতে পেরেছে তাঁরা আদতে হস্টেলে কোনও কাজ করেন না।
সোমবার উদয়নে যায় ফরেন্সিক দল। সেখান থেকে উদ্ধার হয়েছে, রক্তের নমুনা ও ভাঙা ব্যাট। হস্টেলের একতলা এবং দোতলায় তল্লাশি চালান ফরেন্সিক বিশেষজ্ঞরা। এর আগেও ওই হস্টেল থেকে একাধিক ব্যাট এবং লাঠি পেয়েছিল পুলিশ। যুবককে মারধরে তা ব্যবহার করা হয়েছিল কীনা, খতিয়ে দেখা হচ্ছে।