সারারাত লালবাজার দখল। ফিয়ার্স লেন থেকে ঘোষণা বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসুর। তাঁর এই ঘোষণাকে সমর্থন করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি জানিয়েছেন, এই শুরু। আরজি করের প্রতিবাদে আরও তীব্র হবে। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেই শোকের আবহে লালবাজার অভিযান হবে বলেই জানান মহম্মদ সেলিম।
আরজি করের ঘটনায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এদিন লালবাজারের দিকে মিছিল করেন বামেরা। মিছিলের প্রথম সারিতে ছিলেন অশীতিপর বিমান বসু। ফিয়ার্স লেনে পুলিশের লৌহকপাটে এসে ধাক্কা খায় তাঁদের মিছিল। প্রায় ৯ ফিটের ব্যারিকেডের উপরে উঠে পড়েন বাম সমর্থকরা।
সম্প্রতি আরজি করের ঘটনায় লালবাজার দখলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযানেও দেখা গিয়েছিল ফিয়ার্স লেনে জুনিয়র ডাক্তারদের রাত দখলের ছবি। ওয়াকিবহাল মহলের মতে, বামেদের লালবাজার অভিযানেও শুক্রবার সেই ছবি ফিরতে পারে।