এবারের বর্ষার দাপট অনেক দেরিতে দেখেছে বঙ্গবাসী। শেষ বেলায় ঝোড়ো ব্যাটিং বর্ষার। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তর বঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন-হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই ভারী বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। আজ থেকে ২২ অগাস্ট পর্যন্ত এই আবহাওয়াই বজায় থাকবে বলে খবর।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রির কাছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।