গারদে পার্থর পাতে দুটি আলুর চপ ও দুটি বেগুনি। অবশেষে প্রাক্তন মন্ত্রীর আবদার মেনে নিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। বিকেলে আলুর চপের সঙ্গে বেগুনি বা পিঁয়াজি। গত কয়েক দশক ধরে বিকেলের জলখাবারে এটাই রুটিন পার্থ চট্টোপাধ্য়ায়ের। মন্ত্রীর থাকার সময়ও দেখা গিয়েছে, বিকেল হলে তাঁর জন্য আসত উত্তর বা মধ্য কলকাতার কোনও নামী দোকানের তেলেভাজা। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি অভিযুক্ত পার্থর এই আবদার প্রথমে মানতে চায়নি জেল কর্তৃপক্ষ। কিন্তু পরে তাতে সম্মতি জানানো হয়।
সূত্রের খবর, কেন্দ্রীয় সংশোধনাগারের ক্যান্টিন থেকে তেলেভাজা কিনে খেয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাঁকে দেওয়া হয়েছে দুটি আলুর চপ এবং দুটি বেগুনি। দুপুরের বরাদ্দ ভাত-ডাল-সবজি খেয়ে ঘুমিয়েছেন তিনি। বিকেলে ঘুম থেকে উঠে প্রিয় তেলেভাজা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়।
পার্থর আইনজীবী জানিয়েছেন, আপাতত প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ঠিকই আছে। তবে সূত্রের খবর, পার্থর হাঁটু এবং কোমরের ব্যথা ঠিক করার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের কমিটি তৈরি করা হতে পারে। রাজ্যের স্বাস্থ্য দফতরকে এই ব্য়াপারে একটি চিঠিও পাঠিয়েছে জেল কর্তৃপক্ষ।