ডিমও এবার স্কাই হাই ! এই প্রথম কলকাতায় সাত টাকে পেরিয়ে গেল দাম। ফলে গৃহস্থের প্রশ্ন, এবার কি ডিমও খাওয়া যাবে না ? এদিন সকালে বাজারে গিয়েই প্রথম হোঁচট খেয়েছে বাঙালি। মাঝ মাস পেরিয়ে, এবার শেষে দিকে। তাই রুই-কাতলা খোঁজার থেকে ডিমের প্রয়োজন এই সময় বেশি পড়ে। সেই খোঁজ করতে গিয়ে ব্যাগ বগলে রাখার অবস্থা।
তবে বিশেষজ্ঞদের দাবি, এই সময়ে ডিমের দাম একটু উপরের দিকেই থাকে। কারণ, বড়দিনের জন্য কেক তৈরি করা হয়। তার জন্য বেশি মাত্রায় ডিমের প্রয়োজন হয়। কিন্তু তারপরেও কলকাতার বাজারে এতদিন ডিমের দাম নিয়ন্ত্রণেই ছিল। পাইকারি বাজারের ব্যবসায়ীদের দাবি, অন্ধ্র থেকে ডিমের যোগান গত কয়েক মাস একটু কমের দিকেই আছে।
পাশাপাশি ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই ডিমের দাম আবার কমে যাবে। তাঁদের আশা, বড়দিন কাটলেই ফের নিয়ন্ত্রণে আসবে ডিমের দাম।