ভারতীয় রেলের ইতিহাসে নয়া দৌড়। আজ, বুধবার প্রথমবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো রেল। ধর্মতলায় এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।
এর আগে মেট্রো রেল জানায়, হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর যেতে গেলে এসপ্ল্যানেডে এসে মেট্রো বদল করতে হবে । তবে একটা টিকিটেই কাজ হবে । ভাড়া ৩০ টাকা । একইভাবে হাওড়া ময়দান থেকে দমদমের ভাড়া ২৫ টাকা ।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের ভাড়া ১০ টাকা ও সেন্ট্রালের ভাড়া ১৫ টাকা । আবার রুবি পর্যন্ত যেতে খরচ হবে ৫০ টাকা । সেক্ষেত্রে কবি সুভাষ-নিউ গড়িয়ায় মেট্রো বদল করতে হবে ।