সন্দেশখালির ঘটনার মাঝেই রাজ্যে পুলিশে ফের রদবদল। শনিবার নবান্ন থেকে জানানো হল, দক্ষিণবঙ্গের এডিজি পদে বদল করা হল। বদল করা হয়েছে বারাসতের ডিআইজিকেও। উল্লেখ পুলিশের দুই কর্তার নিয়ন্ত্রণের মধ্যেই পড়ে সন্দেশখালি।
নবান্ন জানিয়েছে, দক্ষিণবঙ্গে নতুন এডিজি করা হচ্ছে সুপ্রতিম সরকারকে। তাঁকে সিদ্ধিনাথ গুপ্তার জায়গায় আনা হচ্ছে। একইসঙ্গে সুমিত কুমারের বদলে বারাসতের ডিআইজি করা হচ্ছে ভাস্কর মুখোপাধ্যায়কে।
মাত্র সপ্তাহ দুয়েক আগেই দক্ষিণবঙ্গের এডিজি করা হয়েছিল সিদ্ধিনাথ গুপ্তাকে। উত্তর ২৪ পরগনার বাগুইআটিতে দুই স্কুল পড়ুয়া খুনের ঘটনার মধ্যে বছর দুয়েক আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের পদ থেকে সরানো হয়েছিল সুপ্রতিম সরকারকে। তখন থেকেই রাজ্য পুলিশের ট্র্যাফিক ও রোড সেফটির এডিজি ও আইজিপি পদে ছিলেন তিনি।
সন্দেশখালির ঘটনা নিয়ে রোজই বিরোধীদের প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন। প্রতিনিয়তই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যে পুলিশের শীর্ষ পদে এমন রদবদলকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবহাল মহলের।