একটা বৈঠক। একাধিক সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বুধবার তা গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরমধ্যে রাজ্যে মেডিক্যাল কলেজগুলিকে ঢেলে সাজানোর পাশাপাশি, জমি সংক্রান্ত আইনের বদলে ব্যাপারেও প্রস্তাব গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে ঠিক হয়েছে, রাজ্যের ৬টি মেডিক্যাল কলেজে মোট ১০২ জন অধ্যাপক নিয়োগ করা হবে। এ ছাড়াও মেডিক্যাল কলেজগুলিতে ১১ জন সহযোগী অধ্যাপক, ১২০ জন সহকারী অধ্যাপক, ১৪২ জন সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। বেডের সংখ্যা বাড়ানো হবে ফুরফুরা শরিফের মতো জায়গায় স্থানীয় হাসপাতালের।
৯৯ বছরের চুক্তিতে এতদিন শিল্পগোষ্ঠী গুলিকে জমি দিত রাজ্য। এবার তার সরলীকরণ করা হচ্ছে। মূলত অভিযোগ করা হয়েছে, এই জমিকে ফেলে রাখা হয়। তা এবার ফিরিয়ে নেওয়া সিদ্ধান্ত নেওয়া হল। তাতে রাজ্যের আয় বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
মন্ত্রিসভার বৈঠক শেষ করেই এদিন বাবুঘাটে গঙ্গাসাগর মেলার অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর ঘোষণা, ১২ জানুয়ারি বিবেকানন্দর জন্মবার্ষিকীতেই কলকাতায় শুরু হবে গঙ্গারতির প্রস্তুতি।