এপ্রিলের গোড়াতেই ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ার সুযোগ। আর সুযোগ পাচ্ছেন রাজ্যে সরকারি কর্মচারীরা। কারণ নবান্ন সূত্রে খবর একদিন এগিয়ে আসছে মহাবীর জয়ন্তীর ছুটি। প্রথমে ঠিক ছিল ৪ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মহাবীর জয়ন্তীর ছুটি দেওয়া হবে। কিন্তু পরবর্তী সিদ্ধান্তে ঠিক হয়েছে, রাজ্যে মহাবীর জয়ন্তীর ছুটি ৩ এপ্রিল অর্থাৎ সোমবার। ফলে শনি, রবিবারের পর সোমবার ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
তবে এই ছুটি নিয়ে সরকারি কর্মচারীদের একাংশের দাবি, ডিএ আন্দোলনের ঝাঁজ কমাতেই ছুটির দিন পরিবর্তন। ওয়াকিবহাল মহলের দাবি, ৩ এপ্রিল ছুটি দেওয়ার অর্থ টানা তিনদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। শনি ও রবিবার এমনিতেই ছুটি, এবার তাতে যোগ হল সোমবারও। ফলে নিসন্দেহে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলতে পারবেন তাঁরা।
এছাড়াও এপ্রিলে একাধিক ছুটি রয়েছে। সবসময় সরকারি কর্মচারীদের অতিরিক্ত ছুটির ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে আলিপুরের এক অনুষ্ঠানে তিনি দাবি করেছিলেন, কেন্দ্রের থেকে অনেক বেশি রাজ্যের কর্মচারীদের দেয় তাঁর সরকার।