নিয়ম না মেনে বগটুইয়ের ঘটনায় ক্ষতিপূরণ দিয়েছে রাজ্যে। এই অভিযোগে সোমবার কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল। মামলায় অভিযোগ করা হয়েছে, এই ভাবে ক্ষতিপূরণ ঘোষণা ও নিহতদের পরিবারকে চাকরি দিয়ে সাক্ষীদের প্রভাবিতকরা হয়েছে। কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের করা এই মামলায় দু সপ্তাহের মধ্যে এই ব্যাপারে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২১ মার্চ রাতে রামপুরহাটের (Rampurhat) বগটুইয়ে গ্রামে তৃণমূলের উপ-প্রধান ভাদু শেখ খুনের পরেই উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। তার প্রেক্ষিতেই বিপর্যস্ত গ্রামবাসীদের পাশে দাঁডা়তে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছিল রাজ্য সরকার। প্রতিশ্রুতি মতো নিহতদের পরিবার থেকে একজন সদস্যকে চাকরিও দেওয়া হয়েছে।
কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে, রাজ্যের তরফে আর্থিক সাহায্য নিয়ম মেনে হয়নি। এই অভিযোগ তুলে সোমবার হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলা গ্রহণ করে প্রধান বিচারপতির বেঞ্চ বগটুইতে আর্থিক সাহায্য এবং চাকরি দেওয়ার প্রক্রিয়া নিয়ে রাজ্যের জবাব তলব করল। আদালতে দায়ের করা মামলায় অভিযোগ, সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে এই ক্ষতিপূরণ ও চাকরির মাধ্যমে। হলফনামা জমা দেওয়ার জন্য ২ সপ্তাহ সময় বরাদ্দ করেছে উচ্চ আদালত। পরবর্তী শুনানি ২৬ জুলাই।