সময়টা ছিল নয়ের দশক। ভিড় ঠেলে মধ্য় কলকাতার লেবু তলা পার্কের ঠাকুর দেখতে এসে চমকে গিয়েছিল এই বাংলা। প্রতিমা দর্শনের আগে সবাই শিউরে উঠেছিল মণ্ডপ সজ্জা দেখে। তখনও বাংলার পুজোতে থিমের ব্যবহার ছিল না। কিন্তু সেই প্রথম থিম করে সবাইকে চমকে দিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। আর সেই থিম ছিল উত্তরবঙ্গের গাইসালের ভয়াভয় ট্রেন দুর্ঘটনা।
তারপর থেকে লেবু তলার পার্কের পুজো মানেই নতুন চমক। এবারও তার ব্য়তিক্রম হচ্ছে না। রথের দিন খুঁটি পুজো করেই ঘোষণা করা হয়েছে এবারের থিম, স্বাধীনতার ৭৫ বছর। তাই এবার তাদের মণ্ডবে সেজে উঠবে লালকেল্লা থেকে সংসদ ভবন। তুলে ধরা হবে ভারতের স্বাধীনতার ইতিহাসের কথা।
স্বাধীনতার ৭৫ বছরের উদযাপন গত বছর থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যে একগুচ্ছ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই বার্তাই ফুটে উঠতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত লাল কেল্লা। ঐতিহাসিক গুরুত্ব রয়েছে ইন্ডিয়া গেট এবং সংসদভবনেরও। আর সেই কারণেই এই তিন স্থাপত্যকে বেছে নেওয়া হয়েছে। আজ বিশ্ব দরবারে বাঙালির দুর্গাপুজো। এই উৎসবকে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। তাই এবারের পুজো নিয়ে বেশি তৎপর সমস্ত পুজো উদ্যোক্তারা। এক মাস আগে থেকেই এবার শুরু হয়ে যাবে উৎসব। তাই রথের দিন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিল মধ্য কলকাতার এই জনপ্রিয় পুজোও।