চাকরি প্রার্থীদের অভিযান ঘিরে সাময়িক উত্তেজনা সল্টলেকের সেক্টর ফাইভে। এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি সরগরম হয়। দ্রুত নিয়োগের দাবিতে সোমবার করুণাময়ী মেট্রোর স্টেশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। তখনই তাঁদের সঙ্গে পুলিশের বচসা বাধে। অভিযোগ, কার্যত জোর করেই ওই জায়গা থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এমনকী পুলিশের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযান ভেস্তে দিতে প্রথমে চাকরিপ্রার্থীদের আটকানো হয়। পরে তাঁদের গায়ে হাত তোলা হয়। চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে কয়েক জন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। মেট্রোর ভিতরে ঢুকেও বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনকারীদের।