ফের রাজ্যে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু , কিন্তু ব্যক্তির মৃতদেহ পাওয়া এবং শেষকৃত্য নিয়ে চলল বেজায় টানাপোড়েন। রবিবার সকালে বেলভিউ নার্সিং হোমে মৃত্যু হয় ওই বৃদ্ধের। অভিযোগ, নার্সিংহোম বৃদ্ধের মরদেহ কলকাতা পুলিশের হাতে তুলে দেবে। নার্সিংহোমের দাবি, করোনা আক্রান্ত রোগীর শেষকৃত্য নিয়ে কোনও বদল হয়নি সরকারি নিয়মে।
Ram Mandir : রামের মূর্তি উন্মোচনের সঙ্গে সঙ্গে বায়ুসেনার পুষ্পবৃষ্টি অযোধ্যায়, দেখুন ভিডিয়ো
এদিকে পরিবারের দাবি, বৃদ্ধের শেষ ইচ্ছে ছিল নিমতলা ঘাটে যেন তাঁর শেষকৃত্য হয়। শেষমেশ পুরসভার তত্বাবধানে ধাপাতেই শেষকৃত্য হয় বৃদ্ধের। তবে সেখানে থাকার অনুমতি পান বৃদ্ধের পরিবার। পরে বৃদ্ধের অস্থি নিয়ে ভাসানো হয় নিমতলা ঘাটে।