৫ বছর পর রাজ্যে টেট পরীক্ষা (TET Exam 2022)। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে তৎপর পর্ষদ ও প্রশাসন। রবিবার পরীক্ষার্থীদের সুবিধার জন্য একগুচ্ছ ট্রেন ও মেট্রো পরিষেবা চালু করা হয়েছে। যাতে পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও রকম অসুবিধা না হয়। রবিবার সকালে কখন কী পাওয়া যাবে, দেখে নিন একনজরে।
সকাল ১২টা থেকে পরীক্ষা শুরু। সাড়ে ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে পরীক্ষার্থীদের। কলকাতা মেট্রোরেল সূত্রে খবর নর্থ-সাউথ করিডরে আটটি অতিরিক্ত মেট্রো রেল চালানো হবে। এর মধ্যে ৪ টি আপ এবং ৪ টি ডাউন লাইনে অতিরিক্ত মেট্রো সার্ভিসের ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: 'কেউ কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন,' টেটের ২৪ ঘণ্টা আগে বিস্ফোরক দাবি পর্ষদ সভাপতির
রবিবার সকাল থেকে একাধিক বাড়তি লোকাল ট্রেনের পরিষেবার কথা জানিয়েছে পূর্ব রেল। শিয়ালদা থেকে মেইন, কর্ড, ডানকুনি ও দক্ষিণ শাখায় একাধিক আপ ও ডাউন ট্রেনের ঘোষণা করা হয়েছে। ব্যারাকপুর পর্যন্ত ৫ জোড়া আপ ও ডাউন ট্রেন চলবে। এক জোড়া নৈহাটি লোকাল, এক জোড়া মধ্যমগ্রাম-বারাসত লোকাল চালানো হবে। এক জোড়া ডানকুনি লোকালও চলবে। দক্ষিণে বারুই বজবজ, সোনারপুর, ক্যানিং ও বারুইপুরেও এক জোড়া অতিরিক্ত ট্রেনের ঘোষণা করা হয়েছে।