তাঁরা অবহেলিত। এমনকী এই পুজোতেও তাঁদের মুখের দিকে চেয়ে থাকায়নি সরকার। এই অভিযোগে এবার রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নিল শহরের রূপান্তরকামীদের একাংশ। তাঁদের অভিযোগ, গত কয়েক বছর ধরে কলকাতায় তাঁরা পুজো করে আসছেন। কিন্তু সরকারি কোনও অনুদান পান না। ডাক আসে না কার্নিভাল থেকেও। বুধবার তারই প্রতিবাদে এই ধর্নার আয়োজন।
মূলত এই আন্দোলনের ডাক ছিলেন শহরের এক রূপান্তরকারী রঞ্জিতা সিনহা। তাঁর অভিযোগ, প্রতি পুজোতেই রাজ্য সরকার ক্লাবগুলিকে অনুদান দেয় পুজোর করার জন্য। কিন্তু তাঁদের কথা কেউ মনে রাখে না। একইসঙ্গে তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রতিটি রাজ্য রূপান্তরকামীদের জন্য আলাদা করে বোর্ড তৈরি করেছে। যেখানে তাঁরা নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারেন। কিন্তু বাংলায় সেই ব্যবস্থা নেই বলেও অভিযোগ রঞ্জিতার।
রঞ্জিতার দাবি, তাঁরা এই সমাজের উন্নতি চান। তাই সরকারের উচিত তাঁদের দিকে একবার মুখ তুলে দেখা। এই কথাটা বোঝাতেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নার সিদ্ধান্ত বলে দাবি করা হয়েছে।