মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই কেন 'চুপিচুপি' শিয়ালদহ মেট্রো উদ্বোধন করা হল, এই প্রশ্ন তুলে এবার কলকাতার মেট্রো ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। মেট্রো কর্তৃপক্ষকে ‘নির্লজ্জ’, ‘কানকাটা’ বলে কটাক্ষ করেন। তাঁর হুঁশিয়ারি, মমতাকে অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে মেট্রো স্টেশনগুলিতে বিক্ষোভ দেখাবেন তাঁরা।
বুধবার বিকেলে মেট্রো ভবনের সামনে দলীয় কর্মীদের নিয়ে উপস্থিত হন মদন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে, তখন তাঁর কালীঘাটের বাড়িতে একটি চিঠি পাঠিয়ে দায় সেরেছেন মেট্রো কর্তৃপক্ষ। মদনের কথায়, ‘‘রাতের অন্ধকারে চুপিচুপি শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।’’ তাঁর আরও দাবি, ‘‘বিশ্বনেতাদের মধ্যে যদি বাইডেন, পুতিন কিংবা নরেন্দ্র মোদীর নাম আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও আসবে। সেই মমতাকে অপমান করা হয়েছে!’’
আরও পড়ুন- Bhatpara Crude Bombs Recovered: ফের ভাটপাড়ায় ৩৫টি তাজা বোমা উদ্ধার, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
উল্লেখ্য, গত সোমবার শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেই অনুষ্ঠানে কেন মমতা-সহ তৃণমূলের জনপ্রতিনিধিরা অনুপস্থিত, এই প্রশ্নের উত্তরে স্মৃতি জানান, তিনিও অনেক দেরিতে আমন্ত্রণপত্র পেয়েছিলেন। কেন রাজ্য সরকারের কোনও প্রতিনিধি এলেন না, সেটা তিনি বলতে পারবেন না। এই প্রসঙ্গে মদনের কটাক্ষ, ‘‘স্মৃতি ইরানি নিজের এডুকেশনের কাগজ বের করতে পারেননি। ওঁকে নিয়ে কী বলব!’’