গ্রেফতারির পরেও বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের। এবার হানা দিয়ে তাঁর যাদবপুরের বাড়ি থেকে বেশ কিছু সিডি উদ্ধার করল ইডি। ইডি সূত্রে দাবি করা হয়েছে, ওই সিডি থেকে তারা কয়েকশো চাকরিপ্রার্থীর নাম উদ্ধার করেছে। জানা গিয়েছে এরমধ্যে ৯০ শতাংশের বেশি মনোনীত হয়েছিলেন। এই ব্যাপারে আরও জানতে গত কয়েক বছর প্রকাশিত সরকারি প্য়ানেল খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে প্রশ্ন মানিকের বাড়িতে এই তথ্য রাখা ছিল কেন, সেই প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে।
যাদবপুরের বাড়িতে হানা দিয়ে কমপক্ষে পাঁচটি সিডি উদ্ধার করা হয়েছে। ওই সিডি থেকেই উদ্ধার হয়েছে চাকরিপ্রার্থীদের নাম ও রোল নম্বর। এছাড়াও পাওয়া গিয়েছে একটি সংস্থার নামে নথি। ওই সংস্থাটি মানিকপুত্র শৌভিকের বলেই জানা গিয়েছে। বাজেয়াপ্ত আইফোন ও আরও দুটি মোবাইল।
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনল ইডি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পদের অপব্যবহার করে কোটি কোটি টাকা তুলেছেন মানিক । আর সেই টাকা রাখতেন কোথায় ? পরিবারের লোকেদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন । শুধু তাই নয়, পরিবারের লোকেদের সঙ্গে বিভিন্ন অজ্ঞাতপরিচয় মানুষের নাম জুড়ে দিয়ে বেনামি জয়েন্ট অ্যাকাউন্টও খোলা হয়েছে । এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতেই সেসব টাকা রাখতেন মানিক । এমনই দাবি ইডির।