গার্ডেনরিচের ফতেপুর ব্যানার্জি লেন। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে বহুতল বিপর্যয়ের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। মেয়র ফিরহাদ হাকিমের দাবি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের উদাসীনতাতেই এই দুর্ঘটনা। এবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে তাঁদের। উত্তর সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
এদিকে বহুতল বিপর্যয়ের পর বিরোধীরাও আক্রমণ শুরু করেছে। ১৩৪ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর বোরোয় বেআইনি বাড়ির হিসেবও দিয়েছে পুরসভা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে কমপক্ষে ২০০টি বাড়ি ছিল। শেষ ৩ বছরে ১৫২টি বাড়ি ভাঙা হয়।
পুরসভা সূত্রে খবর, বাড়িটি কতদিন ধরে তৈরি হচ্ছিল, কত তলার অনুমোদন দেওয়া হয়েছিল, সেই সব নথি বের করে দেখা হচ্ছে। তদন্তে জানা গিয়েছে, বাড়িটি যে সরঞ্জাম দিয়ে তৈরি হচ্ছিল, তা অত্যন্ত নিম্নমানের। কম দামি রড, বালি, সিমেন্ট ব্যবহার করা হচ্ছিল।