সম্পত্তি বৃদ্ধি মামলা নিষ্পত্তি চেয়ে হাই কোর্টে দ্রুত শুনানির আবেদন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ রায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীদের। বৃহস্পতিবার হাই কোর্টে নতুন করে আবেদন করেন তিন তৃণমূল নেতা। সম্পত্তি বৃদ্ধি নিয়ে ইডিকে পক্ষ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টিও আকর্ষণ করিয়েছেন তিন মন্ত্রীর আইনজীবী। এই নিয়ে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
১৯ জন তৃণমূল নেতা ও মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাই কোর্টের একটি মামলা হয়। সেখানে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ইডিকে পক্ষ করা হোক। এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য হাই কোর্টে আবেদন করেন তিন তৃণমূল নেতার আইনজীবীরা। তাঁরা আদালতের কাছে আবেদন করেন, রাজ্যে লোকায়ুক্ত আছে। তাই এই মামলার বিচার সেখানেই হতে পারে। উচ্চ আদালত যেন সেই নির্দেশ দেয়।
আরও পড়ুন: জোড়া চাকরি করতেন সুকন্যা! সরকারি স্কুলের পাশাপাশি কাজ করতেন চালকলেও
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তিন মন্ত্রীর পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করেন। এরপর জানানো হয়, তাঁরা বিবেচনা করে দেখবেন। এবার দ্রুত মামলার নিষ্পত্তি চেয়ে দ্রুত শুনানির আবেদন করলেন রাজ্যের তিন মন্ত্রী।